Jump to content

User talk:Saimon Hossain Kabbo

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

কবিতা

[edit]
  1. প্রিয়_বাবরি_মসজিদ
                 _ সাইমন হোসাইন কাব্য
      

ভয় নাই ভয় নাই ধেয়ে আসছে বীর ঈমান নিয়ে বুকে লক্ষ্য জয়, বিজাতির রীতি রুখবেই জাতী বেধে কাফনের কাপড় মাথায়। যদি ভেবে থাকিস ৫শত বছরের ইতিহাস ৯২তে হবে অবসান, মনে করে দেখ ৯৩তে লংমার্চ করেছিল শাইখুল হাদিসের ৭লক্ষ সন্তান। ভারত ইতিহাস দেখ চেয়ে দেখ শাসন করেছে বীর মুসলিম, স্বর্ণাক্ষরে লেখা মুঘল আমালের কথা সেথা জাগরণী সৈনিক। তোরাতো ছিলি মাছির মতো চাইলে পারতো যখন তখন ধুলাই মিসাতে সারাজাহান, সেই মুসলিম জেগেছে আবার নাইতো তাদের বাচার লড়াই করিতে রচনা তোদের শ্বশ্মান। বাংলা পেরিয়ে মুসলিম বিশ্বে আজ রক্তক্ষরণ কি দিয়ে দিবি সান্তনা, তোরা কি ভুলে গেছিস তাকবীরের ধ্বনিতে বীরের জাতী কতো চুরমার করেছে বাতিলের আস্তানা। মোরা দুর্বার সদা নির্ভয় শপথ মোদের করবো জয় প্রিয় বাবরি মসজিদ, উল্লাস নয় রাম মন্দির নয় রচনা হবে কবর তোদের টার্গেট তোরা বিশ্ব মুসলিমের জেনে রাখিস। আবার হবে সেজদা আল্লাহর পায়ে ভেঙে মূর্তি দৃঢ় প্রত্যয়, জেগে আছে জাতী ঘুমিয়ে নয় আবার করিবে বিশ্বজয় আল্লাহ যাদের সহায়। ভয় নাই ভয় নাই ধেয়ে আসছে বীর ঈমান নিয়ে বুকে লক্ষ্য জয়, বিজাতীর রীতি রুখবেই জাতী বেধে কাফনের কাপড় মাথায়। Saimon Hossain Kabbo (talk) 09:58, 18 January 2021 (UTC)[reply]

মামুনুল হক

[edit]

প্রিয় রাহবর Saimon Hossain Kabbo (talk) 15:20, 12 April 2021 (UTC)[reply]

কবিতা সমগ্র

[edit]
  1. প্রিয়_বাবরি_মসজিদ
             ০২-০৯২০২০ইং
           সাইমন হোসাইন কাব্য
     

ভয় নাই ভয় নাই ধেয়ে আসছে বীর ঈমান নিয়ে বুকে লক্ষ্য জয়,

বিজাতির রীতি রুখবেই জাতী বেধে কাফনের কাপড় মাথায়।

যদি ভেবে থাকিস ৫শত বছরের ইতিহাস ৯২তে হবে অবসান,

মনে করে দেখ ৯৩তে লংমার্চ করেছিল শাইখুল হাদিসের ৭লক্ষ সন্তান।

ভারত ইতিহাস দেখ চেয়ে দেখ শাসন করেছে বীর মুসলিম,

স্বর্ণাক্ষরে লেখা মুঘল আমালের কথা সেথা জাগরণী সৈনিক।

তোরাতো ছিলি মাছির মতো চাইলে পারতো যখন তখন ধুলাই মিসাতে সারাজাহান,

সেই মুসলিম জেগেছে আবার নাইতো তাদের বাচার লড়াই করিতে রচনা তোদের শ্বশ্মান।

বাংলা পেরিয়ে মুসলিম বিশ্বে আজ রক্তক্ষরণ কি দিয়ে দিবি সান্তনা,

তোরা কি ভুলে গেছিস তাকবীরের ধ্বনিতে বীরের জাতী কতো চুরমার করেছে বাতিলের আস্তানা।

মোরা দুর্বার সদা নির্ভয় শপথ মোদের করবো জয় প্রিয় বাবরি মসজিদ,

উল্লাস নয় রাম মন্দির নয় রচনা হবে কবর তোদের টার্গেট তোরা বিশ্ব মুসলিমের জেনে রাখিস।

আবার হবে সেজদা আল্লাহর পায়ে ভেঙে মূর্তি দৃঢ় প্রত্যয়,

জেগে আছে জাতী ঘুমিয়ে নয় আবার করিবে বিশ্বজয় আল্লাহ যাদের সহায়। ভয় নাই ভয় নাই ধেয়ে আসছে বীর ঈমান নিয়ে বুকে লক্ষ্য জয়,

বিজাতীর রীতি রুখবেই জাতী বেধে কাফনের কাপড় মাথায়।


  1. হুশিয়ার
           ১১-১১-২০২০ইং
         সাইমন হোসাইন কাব্য

কে আছো বীর করিতে নীড় শান্তময় উড়াতে পতাকা বিজয় নিশান,

তোলো তাকবীর আল্লাহু আকবার বেরিয়ে আন তোর খোলা তলোয়ার ধুলাই মিশাতে সারা জাহান।

কাশ্মীর ডাকে ঐ ফিলিস্তিন লড়ে যাই বন্দী উইঘুর যুগ যুগ,

সিরিয়া আরাকান ঘর ছাড়া মুসলমান চলবে কি এভাবেই কালো যুগ,

বিবস্ত্র মানবতা চারিদিকে ঘনঘটা অসহায় মুসলিম চুপ করে আছে দেখো জাতিসংঘ,

মুসলিম নিধনের চলছে মহড়া চুপ করে থাকবে কি এখনো।

নবীজির অপমান সইবেনা মুসলমান জ্বালাও বুকে বিদ্রোহের আগুন,

বখতিয়ারের ঘোড়া আয় ছুটে আয় বীর সুলতান মাহমুদের বিজয় কাফেলায় করিতে ধরা শান্তি নিপুন।

দেখো দেখো চেয়ে দেখো কতো বাড় বেড়েছে আজ শান্ত শিয়ালের পাল,

ওরা তো দেখেনা ইতিহাস ঘেঁটে তুচ্ছ পৃথিবী মোদের কাছে এনেছি বিজয় কত সংগ্রাম।

নেই নেই আর ভয় সেই দিন দূরে নয় কালিমার পতাকা উড়াবো আবার হাকছি চির অম্লান,

আমরা করিনা ভয় আমরাই দুর্জয় বিশ্ব নবীজির উম্মত মোরা বীর তামাম দুনিয়ার।


  1. রণাঙ্গন
        ২১-১২-২০১৯ইং
    মোহাম্মাদ_সাইমন_হোসাইন

হে মুসলিম, আঁধার কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক।

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির,

জালিমের প্রাসাদ, অত্যাচারীর লৌহ কপাট, ধুলন্ঠিত করে দাও উঁচু করে শির।

হে মুসলিম, আধাঁর কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক,

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির।


সত্যের সিপাহী, নিষ্প্রদীপহীন তুমি, তোমার মন রাখো আন্দোলিত,

ধুলকে পুলকে নাস্তানাবোধ করে দাও বাতিলের মছনদ নিন্দিত,

মৃত প্রাণ জাগিয়ে, চৌমুখে দাড়িয়ে, ভেঙে ফেল ঝনজাল তুমি আজ উজ্জিবিত।

হে মুসলিম, আধাঁর কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক,

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির।


বিপ্লবী তুমি, অগ্নী তুমি, তিমির রাজ্যের এক সিংহ প্রহরী,

গর্জে ওঠো, দেখিয়ে দাও, তুলো গড়ে ভাঙা কেল্লার লহড়ি,

শক্ত শিকল বন্দিশালা, উড়িয়ে দাও বিশ্ব মানবতার ওই চরম খেলা, করতে কায়েম বিধান খোদায়ী।

হে মুসলিম, আধাঁর কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক,

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির।


তুলো, তুলো হুংকার বীর ওমরের মতো করিতে শ্মশ্বান,

কাফনের কাপড় মাথায় রণাঙ্গনে আয়, চলে আয় ধমকা হাওয়ার রক্ত তুফান,

আল্লাহর বান্দা, বিশ্ব নবীর সৈনিক, মহা বিদ্রোহীর আহ্বান।

হে মুসলিম, আধাঁর কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক,

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির।

হে মুসলিম, আধাঁর কালো কাল বৈশাখী মেতেছে চারি দিক,

ঝান্ডা তুলো, বজ্র কন্ঠে এগিয়ে যাও সব বাঁধা চৌচির।

  1. বিজয়ের_তরী
          ১২-০২-২০২০ইং
       সাইমন_হোসাইন_কাব্য

জ্বলন্ত হৃদয়ে প্রশ্নবিদ্ধ মঞ্চে আমি এক দুর্বার তব দুর্নিবার।

শত সহস্র সুধায় আমায় কে তুমি ভাই? কোথায় পারাপার??

আগ্নেগীরীর লাভা আমি, যুদ্ধে সাহস নিয়ে জয়ের তরী তীরে ভীড়েবার।

পট্রি বাঁধা ন্যায়ের চোঁখ, উলঙ্গীত ধর্ম, মাটিতে মিশে থাকা সত্য, কলঙ্কিত সমাজকে মুক্ত করার। কালো টাকার পৃথিবী, ধনাঢ্য সম্রাজ্যবাদ, মুর্খ নেতার হুকুমের ডাক করিতে চুরমার।

জ্বলন্ত হৃদয়ে প্রশ্নবিদ্ধ মঞ্চে আমি এক দুর্বার তব দুর্নিবার।

মুর্খতা আর গোড়ামি, অপক্ষমতার বাহাদুরি, সন্ত্রাসবাদের আখড়া উড়িয়ে দিয়ে এধরার।

সত্য সমাহীত, বিবেক মিশ্রিত, শান্তির সীমারেখায়, হবেই হবে জয় এ দুনিয়ার।

অন্যায় নয় ন্যায় চাই, যুদ্ধের জন্য এক মহা প্রলয়, এই দুনিয়ার জ্বলন্ত বারুদ আমি সহজে হার না মানার।

জ্বলন্ত হৃদয়ে প্রশ্নবিদ্ধ মঞ্চে আমি এক দুর্বার তব দুর্নিবার।

শত সহস্র শপথে শপথে এগিয়ে যায়,

অন্যায়ের বিরুদ্ধে, লৌহ হাত মিলিয়ে, বারুদ কন্ঠে বিজয়ের ধ্বনি শোনাবার।

জ্বলন্ত হৃদয়ে প্রশ্নবিদ্ধ মঞ্চে আমরা এক দুর্বার তব দুর্নিবার।

আমরা এক দুর্বার তব দুর্নিবার।

  1. অদম্য_যাত্রা
       ২৪-০৬-২০১৯ইং
     সাইমন_হোসাইন_কাব্য

আমি গন্তব্য ছাড়া হেঁটেছি...!!!

হারানোর কারন,

জীবনের রাস্তায় আমি কাউন্টরের কাছে গেলাম...

আমি সীমাহীন গহ্বরে উল্টে গেলাম!

পাগলামি এবং দুঃখ আমার অংশ ছিল!

পাপের ভয়ানক কাঁটায় আমি পা দিলাম!

জীবনের মাঝখানে সেঁতু আমি অতিক্রম করেছি!

পাশে আমি,

আমার টুকরা মাটিতে দেখেছি...

আমার অমিল অন্ধকারে ঘুরে বেড়ায়!

মৃত্যুর ক্লাস থেকে প্রভু আমাকে ছিড়ে দিয়েছেন!

আমাকে সত্য দেখিয়েছেন!

আমি কখনও দেখতে চায় না!

একটি দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম এবং ফিরে গেলাম!

আমি আজ ভাল আছি কিন্তু ভুল করেছি!

আমি রৌদ্রজ্জ্বল দিন,

কিন্তু আমি ক্ষনস্থায়ী হয়েছি!

আমি নৌকা ভেসে বেড়ায়!

আমি ছাড়া রাত ছিলাম এবং গরম ছাড়া গ্রীষ্ম! আজ আমি সত্য,

কিন্তু আমি ইতি মধ্যে ভুল করেছি!

আমি শুকনো উৎস হয়েছি!

আজ আমি মহাসাগর! আহত আত্মা, ভগ্ন হৃদয়!

  1. বেলকনী
           ২৮-০৯-২০১৯ইং
         সাইমন_হোসাইন_কাব্য

বেলকনী,

তুমি ছিলে সিনেমায়, কোন এক গল্পকায়ায় বা মধুর পূর্ণীমার আলোক চাঁদ হয়ে!

আসা উপেক্ষার তীব্র ইচ্ছায়, পড়ন্ত বিকেল, অসমাপ্তহীন জীবনে দেখা দিলে গোধূলীর রং আকিয়ে।

প্রিয় বেলকনী,

বিস্তীর্ণ শহরে তুমি উজ্জ্বলায়ন্তর, তুমি দূর্বীন, পারবো কি দিশারী হতে!

দুরন্ত জীবন আমার, অপরিচিত বাকে ছুটে চলা, ইট-পাথরের শহর যে শুধুই ধু-ধুময় চক্রাকার পথে।

সস্তিকর বেলকনী,

কানামাছির বিদায় বেলা, ঝিঁঝিঁময় সন্ধ্যা, তুমি রবে স্মৃতিতে!

অবসর অঙ্গনে, ছুটে আসব বেলকনীর প্রান্তে, তুমি দুর্বীন হাতে অপেক্ষায় রবে সময়ের ক্ষণে, আমি রবো, বা না, তোমার অস্তিত্যে। Saimon Hossain Kabbo (talk) 15:24, 12 April 2021 (UTC)[reply]

চাঁদ, তুমি সুন্দর, আমি সুন্দরের মাঝেই নিরন্তর!

উল্লাসিত রাতের অলস হাওয়ায় প্রহর জাগা পাখিরা সব ঘুমাবে জানি, মধ্যরাতের নির্জনতা ছেয়ে যাবে লোক-লোকান্তর।

নিশ্চুপ আমি নির্বাক পলায়ন রাতের স্নিগ্ধতায় ছড়াচ্ছে উত্তাপ, আনবিক চুল্লির রসদ ভান্ডারে কিংবা বর্হ্য পদার্থের দারুণ তেজস্ক্রিয়তায় অথবা নক্ষত্রপুঞ্জের সীমাহীন গহ্বরে তেপান্তর।

মেঠো পথের ধূলিকণা জমকালো নীলিমা গ্রাম-পাড়ার নির্মেঘ শীতের রাত মায়াঘোর, মধ্যরাতের লাস্যময়ী জ্যোছনা হবে গনগনে অঙ্গার।

আমাদের ক'জনের গ্রথিত হৃদপিণ্ড হয়ে যাক একাকার তেজী অশ্বের মত টগবগে থাকুক স্মৃতিময় চাঁদনী রাত, হতাশার জঞ্জালহীন সুবিশাল প্রান্তর।

             #চাঁদনী_রাত
       সাইমন হোসাইন কাব্য
          ১৭-০১-২০২২ ইং
  1. poem #moonlitnight #saimonhossainkabbo Saimon Hossain Kabbo (talk) 06:44, 7 February 2022 (UTC)[reply]

Details about 'Saimon Hossain Kabbo'

[edit]

Saimon Hossain Kabbo

Address: Saltha, Faridpur, Bangladesh.

Study: National University of Bangladesh BA honours Govt. Rajendra University, Faridpur. Went to Computer Lab Joy Jhap High School, Saltha, Faridpur and studied at Govt. Saltha College, Saltha, Faridpur.

Facebook: Saimon Hossain Kabbo

Politics: Bangladesh Khilafat Jubo Mojlis, Faridpur.

Profession: Business at 'BP Accessories'.

Achieved: Short Quotes, Short Story, Bengali Poem 'Bijoyer Tori, Ronangon, Priyo Babri Mosjid, Hushiyer, Odommo Jatra, belkoni etc. Saimon Hossain Kabbo (talk) 15:39, 12 April 2021 (UTC)[reply]

বাণী

[edit]
  1. সমাজ ব্যবস্থা

আজকের সমাজ ব্যবস্থা সমাজতন্ত্র, পুঁজিবাদ ও সামন্তবাদ কে কাটিয়ে দাসপ্রথায় উপনীত হতে যাচ্ছে।

পকেটের টাকা আছে কিনে নাও, টাকা নেই বিক্রি হয়ে যাও!

রাষ্ট্রীয় অবকাঠামো যতটা উন্নত হচ্ছে ঠিক ততটাই সমাজব্যবস্থা পিছিয়ে যাচ্ছে।

সকল প্রকার স্বৈরাতান্ত্রিক পদ্ধতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রীয় অবকাঠামো, স্থিতিশীল রাজনীতি ও সাম্যবাদ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই।

_Saimon Saimon Hossain Kabbo (talk) 15:45, 12 April 2021 (UTC)[reply]

Hello, and welcome to Wikipedia. A tag has been placed on User:Saimon Hossain Kabbo requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section U5 of the criteria for speedy deletion, because the page appears to consist of writings, information, discussions, or activities not closely related to Wikipedia's goals. Please note that Wikipedia is not a free web hosting service. Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time.

If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be deleted without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. If the page is deleted, and you wish to retrieve the deleted material for future reference or improvement, then please contact the deleting administrator, or if you have already done so, you can place a request here. --Min☠︎rax«¦talk¦» 02:05, 1 October 2024 (UTC)[reply]