Jump to content

User:Soul islam

From Wikipedia, the free encyclopedia

Soul Islam Heartbeat Breathing ১৯৯৪ সালের ২০ অক্টোবর বাবা মায়ের কোল আলো করে ধরিত্রী তে আসে। সে তাঁর বাবা মায়ের বড় ছেলে। ছোট বোন আর ছোট ভাইয়ের আদরের "বড় ভাইয়া"! ছোট ভাইকে ভালবেসে "ছোটু" বলে ডাকে। সে তাঁর পরিবারকেখুব ভালবাস। তাঁর কাছে "মা" সব। "মা" কে পাগলের মতো ভালবাসে কিন্তু মুখে প্রকাশ করা হয় না "মা অনেক বেশি ভালবাসি তোমায়"। প্রকাশ না করলেও "মা" বুঝতে পারে সন্তানের না বলা কথা।

বৈবাহিক জীবনে আল্লাহ্ তাকে সুন্দর মিষ্টি ছেলে সন্তান দান করেন যার নাম "নাহিয়ান ইসলাম জোহান" । সে তাঁর সন্তানের সাথে সময় কাটায় তার অবসর যেটুকু সময় থাকে।

শিক্ষাগত জীবনে সে "বাংলাদেশ ইসলামিক বিশ্বিদ্যালয" থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে।

পেশাগত দিক দিয়ে সে এখন ব্যবসায়ী। ব্যবসা তাঁর কাছে সব। সে নিজের মতো করে স্বাধীনভাবে এই ব্যবসা সামলে যাচ্ছে। তাঁর কাছে এই ব্যবসা সবকিছু। সবটুকু দিয়ে এই ব্যবসা ধরে রেখেছেন।

Soul Islam Heartbeat Breathing "সীমাহীন ভালবাসার ভুবন" এর এক মাত্র "ভালবাসার রাজা"এবং এক "আত্মা" SJ7 ইসলামের। হাজারো খুনসুটি, রাগ, অভিমান, বিরক্তির পরেও ভালবাসা ৭ বছরের চলমান বন্ধন। এই ভালবাসার বন্ধন তো "আত্মার বন্ধন"; ভালবাসা প্রকৃতির মতো মুক্ত। ভালবাসার সাক্ষী শুধু আল্লাহ্, প্রকৃতি, হৃদয়, হৃদস্পন্দন এবং "এক আত্মা"। SJ7 চায় "এক আত্মা" কে নানারূপে নানাভাবে চমকে দেয়া। Soul islam Heartbeat Breathing চায় সে যেন নিজের মতো করে নিজের হাতে চমক দেয়। I...U..Unlimited...Madly. L....U...M...U...!! SHB!

সময় বয়ে যায় সময়ের নিয়মে তবে soul Islam Heartbeat Breathing এর এই ছোট্ট পরিচয় থাকে যাবে অক্ষয় হয়ে ঠিক "আত্মার বন্ধন" এর মতো।

আল্লাহ্ যেন Soul islam heartbeat Breathing কে তাঁর প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি দেন কেননা সে শুধু "এক আত্মা" "ভালবাসার রাজা" নয়। সে স্বামী হিসেবে শ্রেষ্ঠ স্বামী। (যে স্বামী স্ত্রী এর কাছে শ্রেষ্ঠ সে আল্লাহ্ এর প্রিয় বান্দা) এবং পরিবারকে সকল বালা-মসিবত, রোগ - বালাই থেকে রহমত করেন। "এক আত্মা" কে যেন আল্লাহ্ নামাজের প্রতি আরো বেশি মনোযোগী করে তুলেন। "আমিন সুআমিন"।