User:Krishnarampur
Appearance
-:কৃৃৃষ্ণরাামপুুর:-
আমাদের গ্রাম নিয়ে ছোট্ট একটি কবিতা
[আমাদের গ্রাম]
সুনিবিড় ছায়া ঢাকা গ্রাম খানি মোর ।
সবুজশ্যামলে ঘেরা পাখি ডাকা ভোর ।
এঁকে বেঁকে পথখানি মিলায় সুদূর ।
দু'পাশের গাছে গাছে ফল আর ফুল ।
অপরূপ এ গ্রামখানি ছবিতে আঁকা ।
শিল্পীর মায়াময় এক সুষমা মাখা ।
গাঁয়ের কোল ঘেষে ছোট এক খাল ।
নিরবে নিভৃতে বয়ে চলে নিরবধি ।
সোনালী ধানের ক্ষেত ফসলের বান ।
শীতল বাতাসে পাবে সরিষার ঘ্রাণ ।
রাতের আকাশে পাবে তারা, সুধাকর ।
প্রকৃতির রূপ দেখে কাটাই প্রহর ।
সাজানো গোছানো সব প্রভুরই গড়া ।
আমাদের গ্রামখানি মমতায় ভরা ।