User:Kobimobarokhossan
কবি মোবারক হোসাইন ২০০১ সালের ১৫ ডিসেম্বর নোয়াখালী জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপুর গ্রামে এক সমৃদ্ধ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ রুহুল আমিন এবং মাতার নাম বিবি মরিয়ম। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। তিনি তাঁর প্রাথমিক শিক্ষা শুরু করেন শিশু গণশিক্ষা কেন্দ্র থেকে। পরবর্তীতে তিনি ওবাইদিয়া সুলতানিয়া আলিম মাদরাসা থেকে ২০১৭ সালে দাখিল এবং নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা থেকে ২০১৯ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়াও তিনি আরবি সাহিত্য আয়ত্ত করার লক্ষ্যে ঢাকার ঐতিহ্যবাহী জামেয়া আবু বকর (রাঃ) মাদরাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি Department of Hadith and Islamic Studies-এর শেষ বর্ষে অধ্যয়নরত আছেন।
তিনি বর্তমানে মান্দারতলী মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। একজন কবি, লেখক ও সাংবাদিক হিসেবে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন দৈনিক মুক্তবাঙালি পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। মুক্তা পত্রিকা ছাড়াও বাংলাদেশ প্রতিদিন, PEOPLES NEWS, আলোকিত সকাল, কুমিল্লা মিডিয়া, VOICES71, নবীন কণ্ঠ, খবর প্রতিদিন, কবিতা ককটেল, GIFM নিউজ, দৈনিক সকালের শাপলা, দৈনিক সংগ্রাম, কবিতার উদ্যান, অপেক্ষা, মাসিক নবপত্র, কাব্যবার্তা, সাপ্তাহিক ছুটির দিনে জুটির ছড়া সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন।
তিনি সাহিত্যচর্চার উদ্দেশ্যে ২০১9 সালে ‘জাহান সাহিত্য পরিষদ’, 'মায়ের ছায়া সাহিত্য পরিষদ' এবং 'কবিতায় তুমি সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি সাহিত্য পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য পরিষদের দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ২০১৮ সালে "হাজ্বীপাড়া তরুণ কল্যাণ পাঠাগার" প্রতিষ্ঠার অন্যতম ভূমিকা পালন করেন এবং বর্তমানে পাঠাগারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রথম যৌথ কাব্যগ্রন্থ "প্রতীক্ষা" (২০২১), দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "গৌরবের স্বাধীনতা" (২০২১), তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ "সত্যের পথে" (২০২১) এবং চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ "পড়ন্ত বিকেলে দেখা"।
তার রচিত একক উপন্যাস "একটি আত্মার উত্থান ও পতন" (অপ্রকাশিত), একক ইসলামী কাব্যগ্রন্থ “নেতৃত্ববান হতে চাও", "জান্নাতে পথে", "স্বপ্নে শেষ দেখা" (২০১৭-চলমান)। তিনি এই ক্ষুদ্র বয়সেই কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস ও রচনা লিখে চলেছেন।