Jump to content

User:Bini Amin Reza Attari

From Wikipedia, the free encyclopedia

The identity of Bini Amin Reza Attari

বিনি আমিন রেজা আত্তারী হলেন একজন দাওয়াতে ইসলামির মুবাল্লিগ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,শিক্ষানুরাগী।তিনি নিয়মিত ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে থাকেন।এছাড়াও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করায় তার অনেক সুনাম রয়েছে।তিনি অত্যন্ত কোমল,বিনয়ী মিষ্ট ভাষার মানুষ।তিনি মুসলমানদেরকে বিনা টাকায় কোরআন শিখান।তিনি দাওয়াতে ইসলামির প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মাদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী এর কাছে কাদেরীয়া সিলসিলায় বায়াত গ্রহণ করেন।তিনি মাসলাকে আলা হযরত এর অনুসারী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকিদায় বিশ্বাসী।

নিম্ন তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:

💠নাম:মুহাম্মাদ বিনি আমিন রেজা আত্তারী।উপনাম মুহাম্মাদ।

💠জন্ম:বাংলাদেশ সরকারী তথ্য অনুযায়ী ০৮ই জানুয়ারী ২০০৫ইং,২৬ই যিলক্বদ ১৪২৫হিজরী,রোজ শনিবার জন্মগ্রহণ করেন।

💠বসবাস:তিনি নিজ জন্মস্থান কালিকাপুর গ্রাম,মির্জাগঞ্জ থানা,পটুয়াখালী জেলায়-ই বড় হয়েছেন।বর্তমানে তিনি পটুয়াখালী জেলা শহরে থাকেন।

💠পারিবারিক অবস্থা:তিনি একজন সম্রান্ত পরিবারের ছেলে।তার দাদা মরহুম কাঞ্চন আলী রাড়ী একজন ধার্মিক ও বিশিষ্ট ব্যক্তি ছিলেন।তার দাদা ভিকাখালী কেন্দ্রীয় জামে মসজিদ এর অন্যতম একজন প্রতিষ্ঠাতা।তার বাবা চাচারা মোট ৩ভাই এর মধ্যে তার বাবা মরহুম মুহাম্মাদ শানু রাড়ী সাহেব ২য় ছিলেন। তার বাবা একজন বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি সদস্য(মেম্বার)ছিলেন।তার বড় চাচা মুহাম্মাদ শাহাজাহান রাড়ী একজন শিক্ষানুরা ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং তার ছোট চাচা মরহুম হারুন রাড়ী একজন ব্যবসায়ী ছিলেন।বিনি আমিন রেজা আত্তারী তারা মোট ৩ভাই ২বোন তিনি পরিবারের সবার ছোট সন্তান।তার মা এখনও জীবিত আছেন।

💠লেখাপড়া:তার লেখাপড়া জীবন শুরু করেন কালিকাপুর সালেহা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে।সেখান থেকে ১০১৫ সালে কৃতিত্বের সাথে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে প্রাথমিক লেখা পড়া শেষ করেন।এরপর পশ্চিম কালিকাপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৮সালে কৃতিত্বের সাথে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে ৮ম শ্রেণী পাস করেন।এরপর ভিকাখালী নূুরুমিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২১সালে দাখিল(মাধ্যমিক)শেষ করেন।তারপর দক্ষিণ বঙ্গের অন্যতম আলিয়া মাদ্রাসা বরগুনা জেলা,বেতাগী উপজেলাধীন রহমাতপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২৩শিক্ষা বর্ষে আলিম(উচ্চা মাধ্যমিক)শেষ করেন।বর্তমানে তিনি বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যাল এর অধীনে পরিচালিত পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এর উপর অনার্স(Undergraduate bachelor’s degree containing a large volume of material) করতেছেন।

💠কর্ম জীবন:তিনি একজন সিনিয়ার সোশ্যাল মিডিয়া এক্সপার্ট(freelancer)।এছাড়াও তিনি দাওয়াতে ইসলামি এর অফিশিয়াল employee.

💠অফিশিয়াল সোশ্যাল মিডিয়া:

Facebook YouTube Instagram Telegram