Jump to content

User:কবি দ্বীপ সরকার

From Wikipedia, the free encyclopedia

দ্বীপ সরকার

কবি

কবি জন্মঃ ১মার্চ,১৯৮১ইং পিতাঃ হাবিবুর রহমান, মাতাঃ আছিয়া বিবি র্ধমঃ ইসলাম জাতীয়তাঃ বাংলাদেশী শাজাহানপুর,বগুড়া,বাংলাদেশ।


লেখালেখিতে দ্বীপ সরকার হলেও প্রকৃত নাম মোঃ শহিদুর রহমান। ছদ্ম নামেই লিখতে পছন্দ করি । জন্মঃ ১ল মার্চ ১৯৮১ ইং। গ্রাম, গয়নাকুড়ি । বগুড়া জেলার শাজাহানপুর থানা,বাংলাদেশ । পিতা মৃত,হাবিবুর রহমান । মাতা, আছিয়া বিবি । সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম । বড় পরিবার । চার ভাই পাঁচ বোন। আরেকটা মা ছিলো । বড় মা । মৃত। সে পক্ষের আবার দুই ভাই দুই বোন। ভাইদের মধ্যে ৩য়তম। আলিয়া সেকশনে দাখিল পাস ১৯৯৫ সাল। মেট্রিক সমমান। জেনারেল সেকশনে গ্রাজুয়েশন সম্পুন্ন ১৯৯৯ ইং।


শৈশবকালঃ

শৈশবকাল থেকে বর্তমান পর্যন্ত আমার গ্রামেই সবুজ সমারোহে মাটির পরশে দৈনন্দিন জীবনের শুরু। গ্রামেই বড় হওয়া। চাকুরির সময় বাহিরে যেতে হতো- আবার গ্রামে। এভাবেই কেটেছে সময়। এ সময় কিছু খেলার বন্ধু ছিল। নান্নু মিয়া (মৃত) ইবনে সাউদ, এনামুল -এদের মনে পড়ে।


কর্ম জীবনঃ

২০০৫ সাল থেকে টিএমএসএস নামক এক জাতীয় গ্রেডের বেসরকারি সংস্থায় প্রায় ১০ বৎসরের মতো অডিট অফিসার পদে কাজ করেছি । এরপর আরও দুটি বেসরকারি সংস্থায় ৫ বৎসর কাজ করেছি বিভিন্ন দায়িত্ববান পদে । করোনা পরবর্তী সময়ে কিছুদিন যাবত বেকার আছি । টিএমএসএস এ চাকুরির সুবাদে দেশের প্রায় ৬০ টি জেলা সহ অনেক ঐতিহাসিক স্থান ভ্রমন করেছি ।


লেখালেখিঃ

যখন ৬ষ্ট কি সপ্তমে তখন থেকে ছড়া কবিতা লেখা শুরু। এখন দেশের প্রায় সব পত্র পত্রিকায় লিখি। দৈনিক,সাপ্তাহিক, মাসিক। কিছু অনলাইন পোর্টালেও প্রকাশ করে কবিতা। আমার লেখালেখির ব্যাপ্তি বাংলাদেশ,ভারত,নিউইয়র্ক। কবিতা,গল্প,প্রবন্ধ,ছড়া,উপন্যাস ,গান তার হাতে খড়ি। মানুষের চলমান জীবন, সংকট,দেশ,মাটি ও মানুষের কথা তার লেখালেখির উপজীব্য বিষয়। কবি নিজেও গান করেন। গান পছন্দ করেন। এছাড়া সমাজ ভাবনা তার লেখালেখির মুল বিষয়। কবির চারটি কবিতার বই বেরিয়েছে। সবগুলো বই ঢাকার স্বনামধন্য প্রকাশনী অনুপ্রাণন প্রকাশন নিজ খরচে প্রকাশ করেছে। সবগুলো বিই পাঠক নন্দিত বই।

প্রকাশিত গ্রন্থঃ

ভিন্ন ভাষার গোলাপজল ২০১৮ (কবিতা) ডারউইনের মুরিদ হবো ২০১৯ (কবিতা) ফিনিক্স পাখির ডানা ২০২০(কবিতা) জখমগুচ্ছ ২০২৩ (কবিতা)


সম্পাদনাঃ

কবির নিজস্ব সম্পাদিত লিটেল ম্যাগাজিন কুয়াশা। প্রথম সংখ্যা প্রিন্ট সংস্করনের পর থেকে এটা অন লাইন ই ম্যাগাজিন আকারে প্রতি মাসে প্রকাশ হয়ে আসছে । এ ছাড়াও সাক্ষাৎকারভিত্তিক আরেকটি অনলাইন পত্রিকা পেখম। কুয়াশার লিংকঃ পেখমেরর লিংকঃ youtube channel voice mart এই চ্যানেলে কবির গাওয়া গান সংরক্ষিত করা হয়।

সখঃ গান গাওয়া,কবিতা লেখা ও ভ্রমণ।

কবির প্রিয় সমূহঃ

প্রিয কবিঃ জীবনানন্দ দfস প্রিয় সাহিত্যিকঃ হুমায়ুন আজাদ প্রিয় কথা সাহিত্যিকঃ আখতারুজ্জামান ইলিয়াস,হাসান আজিজুল হক প্রিয় শিল্পিঃ মান্না দে প্রিয় গানঃকফি হাউজ,সবাই তো সুখি হতে চায় প্রিয় মানুষঃ মা ও বাবা প্রিয় ভালোবাসাঃ পাখি প্রিয় রংঃ সবুজ প্রিয় খাবারঃ মাছ ভর্তা ।