Jump to content

User:এম এইচ মুন্না

From Wikipedia, the free encyclopedia

ব্যক্তিগত জীবন

[edit]

এম এইচ মুন্না ১৯৯৬ সালের ১০ই মার্চ, দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখতেন।

কর্মজীবন

[edit]

মুন্না ২০১২ সালে সাংবাদিকতা পেশায় দৈনিক গণতদন্ত পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি ঢাকা অফিসের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ধাপে ধাপে বিশেষ প্রতিনিধি, প্রধান প্রতিবেদক, এবং বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

এছাড়া, ২০২৩ সালে তিনি শখের বশে নাটকে অভিনয় করার ইচ্ছা থেকে কাজ শুরু করেন। শুরুর দিকে শর্টগল্প ভিত্তিক ইউটিউব ও ফেসবুকে অভিনয় করলেও পরে তিনি সিঙ্গেল নাটকে অভিনয় শুরু করেন, যার মধ্যে "বেকুব জামাই" নাটকটি উল্লেখযোগ্য। এরপর, তিনি টেলিভিশন নাটকের ধারাবাহিক "মহানায়ক" নাটকে অভিনয় করেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার অভিনয় দক্ষতা এবং চরিত্র নির্বাচন তাকে আরও পরিচিতি এনে দেয়।

মুন্না আরও একাধিক টেলিভিশন নাটকের ধারাবাহিকে অভিনয় করেছেন। তার মধ্যে "যুবমহল" নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অফিসিয়াল চিঠি পাওয়ার মাধ্যমে তার অভিনয় আরও ব্যাপকভাবে পরিচিতি পায়। এছাড়া, তিনি নিজের ইউটিউব চ্যানেল "MH Munna Production" এর মাধ্যমে নিয়মিত নাটক নির্মাণ করছেন, যেখানে তিনি একজন অভিনেতা হিসেবে কাজ করছেন এবং প্রযোজনা সংস্থার মাধ্যমে বিভিন্ন নাটক ও ড্রামা প্রযোজনা করছেন।

MH Munna Production এর ইউটিউব লিংক: https://youtube.com/@mhmunnaproduction?si=CJ4m7_s0JdFzVFqd

উল্লেখযোগ্য কাজ =

[edit]

মুন্না বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন শোতে কাজ করেছেন। তার অভিনীত নাটক "মহানায়ক" দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার প্রযোজিত নাটকগুলোও প্রশংসিত হয়েছে। নিচে তার উল্লেখযোগ্য নাটকগুলোর তালিকা দেওয়া হল:

1. বেকুব জামাই - দেখুন ইউটিউবে


2. বিয়ে পাগল বুলবুল - দেখুন ইউটিউবে


3. চুরি করা বউ - দেখুন ইউটিউবে


4. হাবু চোর - দেখুন ইউটিউবে


5. মতিনের ফেসবুক প্রেম - দেখুন ইউটিউবে


6. মিথ্যুক - দেখুন ইউটিউবে


7. সৎ অফিসার - দেখুন ইউটিউবে


ব্যক্তিগত জীবন

[edit]

এম এইচ মুন্না ১৯৯৬ সালের ১০ই মার্চ, দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখতেন।

উৎস =

[edit]

উৎস:

1. দৈনিক সবুজ বাংলাদেশ


2. দৈনিক সকালের সময় (১)


3. দৈনিক সকালের সময় (২)


4. একুশে সংবাদ


5. কালের ছবি


6. Bangla Live 24


7. দৈনিক গোয়েন্দার চোখ


8. লাখো কণ্ঠ


9. দৈনিক প্রতিবাদ


10. সোনালী সময় ২৪