Jump to content

Talk:Ministry of Labour and Employment (Bangladesh)

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

একজন প্রবাসী হিসেবে আইনি সাহায্যের জন্য আবেদন

[edit]

আসসালামু আলাইকুম, আমার নাম মোজাম্মেল, ঠিকানা মোহল্লা,নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া, বাংলাদেশ। গত 10/11/2023 ইং সৌদিতে ফুড ডেলিভারি কাজে সৌদি আসি একজন সাব এজেন্ট(দালাল) এর মাধ্যমে। দুর্ভাগ্যবসত আমি 6 মাস কাজ করার পর গত 09/05/2024 এ অন ডিউটিতে ভয়াবহ এক্সিডেন্ট হই এতে আমার ক্লাবিকল এর হাড় ইনফেকচার হই,এবং সে সাথে শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়,এক্সিডেন্টের এখন 6 মাস চলে কিন্তু আমি এখনো কোন সাহায্য পাইনি কোম্পানি থেকে, তাছাড়া এক্সিডেন্ট আমার কোন ভুল ছিলো না সৌদির ট্রাফিক পুলিস সব ভুল সৌদি গাড়ের লোক্কে দিয়েছে,,কিন্তু এতে করে আমি কোন রকম আর্থিক সাহায্য পাইনি এবং পাবো ও না,,দীর্ঘ 6 মাস সেলারি পাচ্ছি না খাবারের টাকা পাচ্ছি না এমনকি আমার মেডিসিন টাকাও দেশে থেকে আনতে হচ্ছে, প্রায় ছয় মাস এ সবমিলিয়ে আমার 3 লক্ষ্য টাকা ব্যাক্তিগত ভাবে খরচ হ্যেছে এবং সব টাকাই সম্পুর্ন ঋণ করে আমার ফেমিলি আমাকে দিয়েছে কোনরকম চলার জন্য,,আমি এখন প্রায় নিরুপায়,এমতাবস্থায় আমি বিনীত ভাবে অর্থ মন্ত্রণালয়ের প্রধান মহোদয়ের কাছে অনুরোধ করতেছি এই যে, আমার এই করুন অবস্থার পরযালোচনা করে আমাকে আর্থিক সাহায্য করুন,আমার একান্তই অনুরুধ। এই অবস্থায় আমি চিন্তায় মেন্টাল প্রবলেমে পরে যাচ্ছি,দয়া করে আমার সমস্ত কিছু বিবেচনা করে আমাকে সাহায্য করুন,,🙏

আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ দূতাবাসে 3,4 বার ইমেইল করেছি কিন্তু তারা পাত্তা দেইনি,,সু দয়া করে আপনি সাহায্য করুন,,🙏 Eyamin342 (talk) 09:56, 23 October 2024 (UTC)[reply]