Talk:Jaswant Singh Rawat
This article is rated Start-class on Wikipedia's content assessment scale. It is of interest to the following WikiProjects: | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Correction needed to corrections needed
[edit]This is not the bio of a living person. He's quite dead. They even named a post after him. That they promote the post is not a social media thing, it's a matter of giving promotions posthumously to someone. — Preceding unsigned comment added by 186.96.210.3 (talk) 10:16, 26 August 2019 (UTC)
Untitled
[edit]I have recently added a bunch more citations, references and clarifications to this document. The biography now accurately reflects the story of the soldier. I've removed unnecessary flags identifying this article being about a "living person" somehow. Editors take note I will flag unauthorized changes to this page. -- — Preceding unsigned comment added by Anmolsharma.141 (talk • contribs)
The biography is written like a hero-worship. The citation by Govt of India says that the person was killed while attacking a Chinese machine gun position, and also that the number of 300 Chinese killed is during the entire operation by many soldiers.Nachlass (talk) 22:04, 10 September 2018 (UTC)
A lot of statements in this article are without any citations. This entire article should be taken with a pinch of salt. — Preceding unsigned comment added by 14.139.95.68 (talk) 04:38, 4 September 2018 (UTC)
The person who wrote this page claimed that this man (Jaswant Singh Rawat) killed 2100 Chinese soldiers single-handedly, which is such a far-fetched claim that no one on Earth will believe it. Obviously there are no sources willing to back up such a ridiculous claim either, so it has been deleted. — Preceding unsigned comment added by Shenlong44 (talk • contribs) 15:09, 28 May 2012 (UTC)
Firstly I'm a newbie, so forgive me for the mistakes I've made. I saw a write up about this person in the Indian Cabinet Minister Jaswant Singh's article, so I moved that section here, making a few minor changes. I cannot seem to figure out how to change the capitalization of the title - wanted to make it Jaswant_Singh_Rawat. Help is welcome. Ranban282 17:34, 30 November 2006 (UTC)ranban282
In Bengali
[edit]This may be useful for bengali translation of the article.
Bengali translation
|
---|
হাসতে হাসতে শহিদ হয়েছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং, চিনের থাবা থেকে অরুণাচলকে ছিনিয়ে আজ ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটি জওয়ান জানেন বাবা যশবন্ত সিং রাওয়াতের নাম। যশবন্ত সিং যেখানে শহিদ হয়েছিলেন, সেই জায়গাটির নাম আজ যশবন্তগড় রূপাঞ্জন গোস্বামী মিষ্টি স্বভাবের গাড়োয়ালি যুবক যশবন্ত সিং রাওয়াত। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, নম্বর ৪০৩৯০০৯, বয়স মাত্র ২১ বছর। যশবন্ত অরুণাচলের তাওয়াং সীমান্ত প্রহরায় আছেন তাঁর ৪ নং গাড়োয়াল রেজিমেন্টের সঙ্গে। হাসি, ঠাট্টা, গানে, গল্পে তিনি জমিয়ে রাখেন তাঁর ইউনিটকে। তিনি ইউনিটের সবার প্রিয়। সকালে তাঁর মুখ দেখলে নাকি দিন ভালো যায়। ডিউটি চেঞ্জের সময় পোস্ট থেকে ক্যাম্পে যাওয়া আসার পথে রোজ তাঁর দেখা হতো দুই মনপা উপজাতীয় সুন্দরী যুবতীর সঙ্গে। সুন্দরী যুবতী দুটির গাল গোলাপের মতো লাল, একজনের নাম সেলা, অন্যজন তার ছোট বোন নুরা। সুঠাম চেহারা আর মিষ্টি স্বভাবের যশবন্তকে তারা অল্প কয়েকদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছিল।
নাছোড়বান্দা সেলা আর নুরা বলেছিল, “চিন্তা নেই, আমরা দুজন তোমার দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী হতেও রাজি। তোমার প্রথম স্ত্রীকে আমরা আমাদের বড় দিদি হিসেবে সেবা করব”। তাতেও রাজি নন যশবন্ত। শেষমেশ দুই বোনে একটা ফন্দি এঁটেছিল। তারা যশবন্তের জন্য রোজ ভালো রান্না করে নিয়ে আসতে লাগল। যশবন্ত ধীরে ধীরে মেয়ে দুটিকে ভালোবেসে ফেলেছিলেন। প্রেম নয়, পিঠোপিঠি বয়সের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যে ভালোবাসা থাকে, সেই অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু সেলা আর নুরার যশবন্তের প্রতি অনুরাগ ক্রমশ গভীর থেকে গভীরতর হতে শুরু করেছিল। রোজ বিকেলে দুই বোন নদীর ধারে যশবন্তের সঙ্গে দেখা করতে আসত। যশবন্ত তাদেরকে কখনও হাত জড়ো করে, কখনও ধমক দিয়ে বোঝাবার চেষ্টা করতেন। কিন্তু সেলা আর নুরা শুধু হাসত, উল্টে যশবন্তকেই বোঝাবার চেষ্টা করে।
১৯৬২ সালের নভেম্বর মাস ভারতের পূর্ব সীমান্তের বিভিন্ন সেক্টরে রণদামামা বাজিয়ে দিয়েছে আগ্রাসী চিন। তাওয়াং সীমান্তে গোলাগুলির আওয়াজ ক্রমশ বাড়ছে। রাইফেলম্যান যশোবন্তের রাইফেলও আগুন ঝরায় অমিতবিক্রমে। কয়েক কিলোমিটার দূরে, গ্রামের বাড়িতে দুই বোন রাতে দুচোখের পাতা এক করতে পারে না। প্রতিটা গুলির শব্দের সঙ্গে চলে তাদের প্রার্থনা। একটা প্রাণ অন্তত বাঁচুক, সে প্রাণটি তাদেরও প্রাণ যশবন্তের। একদিন বিকেলে, নদীর ধারে তিনজন গল্প করছিল। হঠাৎ তারা দেখতে পেয়েছিল ভারতীয় সৈন্যরা সীমান্তের দিকে ছুটছে রাইফেল নিয়ে। যশবন্ত জানতে পারে চিনা সৈন্যরা আবার আক্রমণ করেছে। কালবিলম্ব না করে যশবন্ত হাতে তুলে নিয়েছিলেন রাইফেল। হরিণের গতিতে ছুটেছিলেন সীমান্তর দিকে। পিছন পিছন ছুটেছিল সেলা আর নুরা। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে বার বার বারণ করেছিলেন যশবন্ত, কিন্তু দুই বোন তাঁর কথা শোনেনি। এর আগেও চিনা সৈন্যরা স্থানীয় মনপা উপজাতির ছদ্মবেশে ভারতীয় সেনার ওপরে হামলা চালিয়ে বড়মাপের ক্ষতি করে দিয়ে গেছে। বহু জওয়ান শহিদ হলেও ভারতীয় সেনা মাটি কামড়ে পড়ে থাকায় চিনা সেনারা ভারতীয় এলাকা দখল করতে পারেনি। ফলে তাওয়াং সীমান্তে চিন শুরু করেছিল চতুর্থ আক্রমণ। চিনের সৈন্যরা ক্রমশ মিডিয়াম মেশিনগান নিয়ে এগিয়ে আসছিল। তিনদিক থেকে বিধ্বংসী আক্রমণের মুখে পড়েছিল যশোবন্তের ৪ নং গাড়োয়াল রাইফেল। চিনা সেনার মিডিয়াম মেশিনগানের দাপটে, ৪ নং গাড়োয়াল রেজিমেন্টের লাইট মেশিনগানগুলি চালাবার সুযোগ মেলেনি । চিনা সেনার ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে ভারতীয় সেনাবাহিনীর ১৬২ জন জওয়ান ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। বেশ কয়েকজন সেনা শহিদ হওয়ার পর, যুদ্ধরত ভারতীয় সেনাদেরকে সাময়িকভাবে পিছিয়ে আসতে বলা হয়। পিছিয়ে আসে ভারতীয় সেনা। কিন্তু পিছিয়ে আসেননি যশবন্ত ঘুরে ঘুরে তিনটি বাঙ্কার থেকে একাই ফায়ারিং করতে থাকেন চিনা সেনাদের ওপর। যশবন্তের পাশে তখনও ছিল সেরা আর নুরা। বাঁচলে তারা যশবন্তর সঙ্গে বাঁচবে, মরলে তাঁর সঙ্গেই মরবে। অমর হবে তাদের প্রেম। যশবন্ত এক বাঙ্কার থেকে অন্য বাঙ্কারে গিয়ে গুলি চালান। রাইফেলের ম্যাগাজিন খালি হলেই লোড করে দেয় দুই বোন। চিনা সেনারা যশবন্তের এই কৌশলে ধোঁকা খায়। তারা ভাবে তিনটি বাঙ্কারেই প্রচুর ভারতীয় সেনা মজুত আছে। ফলে চিনা সেনারা আর এগোবার সাহস পায় না। কারণ ভারতীয় বাঙ্কার থেকে ছুটে আসা প্রতিটি গুলি নির্ভুল লক্ষ্যে আঘাত করছে, একের পর এক চিনে সৈন্যের প্রাণ কেড়ে নিচ্ছে।
কিন্তু, যশবন্ত যেটা আশঙ্কা করেছিলেন, সেটাই ঘটেছিল। যশবন্ত সিং ও সেলা আর নুরাকে খাবার জোগান দিতেন যে মনপা গ্রামবাসী, তাঁকে চিনের সেনারা ধরে ফেলেছিল। তার কাছ থেকে চিনের সেনারা জানতে পেরেছিল, ভারতীয় সীমান্তের তিনটি বাঙ্কার মিলিয়ে মাত্র একজন ভারতীয় জওয়ান আছেন। সেই জওয়ানই ঘুরে ঘুরে নিপুণ নিশানায় গুলি করে মারছে চিনা সেনাদের।
১৭ নভেম্বর, ১৯৬২ নতুন সূর্যের আভা পূর্ব হিমালয়ে পড়ার সঙ্গে সঙ্গে অতর্কিতে আক্রমণ চালিয়েছিল চিনা কম্যান্ডোরা। খোলা আকাশের নিচে ৭২ ঘন্টা ধরে প্রবল শীতে, পরিশ্রমে ও অনাহারে বিপর্যস্ত তিন যুবক যুবতী কিছু বোঝার আগেই গ্রেনেড ছুঁড়েছিল চিনারা। গ্রেনেডের স্প্লিন্টার এসে লেগেছিল সেলার মাথায়। যশবন্তের চোখের সামনে গড়িয়ে পড়েছিল প্রাণোচ্ছল তরুণী সেলা। ভারতের ইতিহাসের মোড় ঘোরানো দিনের প্রথম শহিদ হয়েছিলেন ১৯ বছরের মনপা যুবতী সেলা। গ্রেনেডের স্প্লিন্টার আহত হলেও যশবন্তের হাতের রাইফেল থামেনি। গায়ে এসে বিঁধেছে শত্রুপক্ষের গোটা পাঁচেক বুলেট। এই অবস্থাতেও উঠে দাঁড়িয়ে একহাতে রাইফেল ধরে গুঁড়িয়ে দিলেন সাতজন চিনা কম্যান্ডোর মাথা। একসময় শেষ হয়ে গিয়েছিল রাইফেলের গুলি। ম্যাগাজিনে অবশিষ্ট আছে আর একটি মাত্র বুলেট। তাঁকে ছেড়ে পালাতে বলেছিলেন নুরাকে। মৃত্যুপথযাত্রী যশবন্তের শেষ কথাটুকু সজল চোখে মেনে নিয়েছিল নুরা। একবার সেলা দিদির রক্তাক্ত মৃতদেহের দিকে, আর একবার প্রিয়তম যশবন্তের দিকে শেষবারের মতো তাকিয়ে নিচে নামতে শুরু করেছিল নুরা। ভারতের তাওয়াং সীমান্তে একা পড়ে রইলেন, ভারতের পূর্ব সীমান্তের অতন্দ্রপ্রহরী, ২১ বছরের যশবন্ত সিং রাওয়াত।সারা গায়ে গুলি আর স্প্লিন্টারের ক্ষত। রক্তস্নাত দেহের পাশে পড়ে আছে সেলার মৃতদেহ। দুজনের রক্তের ধারা মিশে এক হয়ে গড়িয়ে পড়ছিল সবুজ ঘাসে। বিধাতা বুঝি রক্তরেখায় যশোবন্তের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন প্রাণহীন সেলাকে। ক্রমশ কাছে এগিয়ে আসছিল চিনা মিলিটারি বুটের আওয়াজ। দূরে, পাহাড়ে শোনা যাচ্ছে চিনা সৈন্যদলের উল্লাস। শেষবারের মতো পিছন ঘুরে ভারত মা’কে দেখেছিলেন যশবন্ত। নাকি ঘোলাটে চোখে খুঁজেছিলেন গাড়োয়ালের পাহাড়ি গ্রামে তার পথ চেয়ে বসে থাকা মা’কে। তারপর, ঠান্ডায় শক্ত হতে থাকা সেলার দেহের দিকে একবার তাকিয়ে, রাইফেলের নলটা গলার নিচে ঠেকিয়ে ট্রিগারে চাপ দিয়েছিলেন যশবন্ত সিং রাওয়াত। বাঙ্কার থেকে গড়িয়ে, গভীর খাদের বুকে হারিয়ে গিয়েছিল ২১ বছরের এক দুঃসাহসী যুবকের দেহ। পাথরের আড়াল থেকে নুরা চোখের সামনে দেখেছিল প্রিয়তমের মৃত্যু। নুরাকে পালাতে বলা সত্ত্বেও মৃত দিদি ও প্রিয়তম যশবন্তকে ছেড়ে পালায়নি নুরা। নাকি নুরাও মরতে চেয়েছিল। মরে মিলতে চেয়েছিল সেলা দিদি আর যশোবন্তের সঙ্গে। চিনা সৈন্যের হাতে ধরা পড়ে গিয়েছিল ১৭ বছরের নুরা। অকথ্য অত্যাচারের পর টেলিফোনের তার দিয়ে নুরাকে ফাঁসিতে লটকে দিয়েছিল চিনা সেনা। এক গাড়োয়ালি যুবকের প্রেমে পাগল হয়ে নিজেদের প্রাণ ভারত মায়ের পায়ে অর্ঘ্য দিয়ে গিয়েছিল দুই মনপা সুন্দরী সেলা আর নুরা। পিছু হটেছিল চিনা সৈন্যদল শহিদ যশবন্ত সিং রাওয়াত চিনের সেনাদের ৭২ ঘন্টা আটকে রাখায়, প্রচুর সময় পেয়ে গিয়েছিল ভারতীয় সেনা। প্রচুর গোলাবারুদ ও সৈন্য নিয়ে আক্রমণ শানিয়েছিল চিনের অগ্রবর্তী বাহিনীর ওপর। ভারতীয় সেনার রুদ্রমূর্তিতে পিছু হটেছিল চিনা সৈন্যদল। যুদ্ধবিরতির ঘোষণা করতে বাধ্য হয়েছিল। যুদ্ধশেষে ভারতীয় সেনা যুদ্ধক্ষেত্রে যশবন্ত সিংকে খুঁজে পায়নি। ৭২ ঘন্টা ধরে তাঁর অবিশ্বাস্য মরণপণ লড়াইয়ের খবরও ভারতীয় সেনার কাছে ছিল না। ভারতীয় সেনা যখন যুদ্ধক্ষেত্র থেকে পলাতক ভেবে যশবন্ত সিং-এর বিরুদ্ধে কোর্ট মার্শাল করার কথা ভাবছে, সেই সময়, একদিন রাত্রে যুদ্ধক্ষেত্রের দায়িত্বে থাকা ভারতীয় জেনারেল একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখেছিলেন, সম্পূর্ণ রণসাজে সজ্জিত হয়ে রাইফেলম্যান যশবন্ত সিং তাঁর সামনে দাঁড়িয়ে। তিনি জেনারেলকে বলছেন, কাপুরুষের মতো রণাঙ্গন থেকে তিনি পালাননি, তিনি কোথায় তা চিনা সেনাদের কাছ থেকে জেনে নিতে। ভারতীয় সেনা ও চিনা সেনার ফ্ল্যাগ মিটিংয়ে, চিনা সেনাদের মুখ থেকে মৃত্যুঞ্জয়ী বীর শহিদ যশবন্ত সিংহের অবিস্মরণীয় লড়াইয়ের কাহিনী শুনেছিল ভারতীয় সেনা। শ্রদ্ধায় উঠে দাঁড়িয়েছিল দুই বাহিনী। এক ভারতীয় সেনার আমরণ লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল চিনা সৈন্যদল।
রাইফেলম্যান যশবন্ত সিং হয়ে গিয়েছিলেন বাবা যশবন্ত সিং রাওয়াত আজ ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটি জওয়ান জানেন বাবা যশবন্ত সিং রাওয়াতের নাম। যশবন্ত সিং যেখানে শহিদ হয়েছিলেন, আজ সেই জায়গার নাম যশবন্তগড়। আজও সেখানে তাঁর নিজস্ব জিনিসপত্র প্রদর্শিত হয়। যশবন্ত সিংয়ের ৪ নং গাড়োয়াল রেজিমেন্ট আজ ভারতের পশ্চিম প্রান্তের সুরক্ষার দায়িত্বে নিযুক্ত। তবুও অরুণাচলে, তাঁর কক্ষে আজও ৪ নং গাড়োয়াল রেজিমেন্টের ছয় জওয়ান প্রহরায় থাকেন। ভারতীয় সেনাবাহিনী তো বটেই, এমনকি চিনা জওয়ানরাও স্বপ্নে দেখে বাবা যশবন্ত সিং রাওয়াতকে। রণসাজে সজ্জিত হয়ে ভারতীয় সীমান্তে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন।
( শহিদ যশবন্ত সিং-এর মৃত্যু নিয়ে অনেক কাহিনী ছড়িয়ে আছে অরুণাচলের পাহাড়ে পাহাড়ে। মনপা উপজাতির মানুষরা যে কাহিনীটিকে ৫৬ বছর ধরে তাঁদের উত্তরপুরুষদের বলে আসছেন, পাঠকদের সামনে সেই কাহিনীটিই তুলে ধরা হল।) |
Shubhrajit Sadhukhan (talk) 10:25, 16 April 2020 (UTC)
- Thank you for your efforts. But don't you think it would be more useful to post it on Bengali Wikipedia rather than here? -- Kautilya3 (talk) 12:00, 16 April 2020 (UTC)
- Start-Class biography articles
- Start-Class biography (military) articles
- Unknown-importance biography (military) articles
- Military biography work group articles
- Wikipedia requested photographs of military-people
- Wikipedia requested photographs of people
- WikiProject Biography articles
- Start-Class India articles
- Mid-importance India articles
- Start-Class India articles of Mid-importance
- WikiProject India articles
- Start-Class military history articles
- Start-Class Asian military history articles
- Asian military history task force articles
- Start-Class South Asian military history articles
- South Asian military history task force articles