Jump to content

Draft:Md Samiul Islam

From Wikipedia, the free encyclopedia

মো সামিউল ইসলাম, আইন অনুষদের শিক্ষার্থী।

নলডাঙ্গা গোবিন্দপুর, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশে একটি মুসলিম পরিবারের সন্তান,আমরা প্রধান বংশ।আমার বেড়ে উঠা এই গ্রামে। শিক্ষাজীবন শুরু নলডাঙ্গা শিকশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হাসবাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত পড়াশোনা, এইচএসসি শেষ করি বরেন্দ্র কলেজ,রাজশাহী থেকে। প্রাথমিকে জিপিএ : ৫ পাই,অষ্টম শ্রেনিতে উপজেলায় সাধারণ বৃত্তি পাই।এইচএসসি তে রাজশাহী বোর্ড থেকে জিপিএ: ৫ পাই।

বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন অনুষদে পড়াশোনা করছি দ্বিতীয় বর্ষে। ল ক্লাব এর সাথে বর্তমানে যুক্ত আছি। সাধারণ জ্ঞান এর সহযোগী লেখক হিসাবে ছিলাম।সার্বিক সহযোগীতায় প্রত্যাশা মডেল টেস্ট বইয়ের সাথে যুক্ত আছি।

ভ্রমণ এর অভিজ্ঞতা মধ্যে যেসব জেলা ও স্থান রয়েছে তার মধ্যে নীলফামারী জেলা,রংপুর জেলা,নওগা,বগুড়া,রাজশাহী,নাটোর জেলা,পটুয়াখালী,বরগুনা,বরিশাল,নোয়াখালী,লক্ষীপুর,ভোলা,ঢাকা,সিরাজগঞ্জ,গাইবান্ধা,দিনাজপুর।স্থানের মধ্যে কুয়াকাটা,রংপুর চিড়াখানা,স্বপ্নপুরী,গ্রিন ভ্যালি পার্ক,ডির্ম ওয়াল্ড পার্ক,চর কুকরিমুরকি,পদ্মা নদীর পাড়,লঞ্চে মেঘনা নদী পাড়ি দেওয়ার মতো রোমাঞ্চকর ঘটনা,টি বাধঁ, রাজশাহী চিড়াখানা ইত্যাদি।

সব স্বপ্ন পূর্ণ করতে পারিনি।ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি।

বাবা মার মুখে হাসিটি আমার কাছে দুনিয়ার সব থেকে বড় পাওয়া।